লক্ষণ ও উপসর্গ
১. প্রায়ই এই রোগের কোন লক্ষণ থাকে না|
তবে মাঝে মধ্যে এই রোগের ফলে:
১. যৌন মিলনের সময় ব্যথা হওয়া|
২. উদর বা তলপেটের নিচে মৃদু কিংবা তীব্র ব্যথা, কখনও কখনও পিঠে ব্যথাও একই সাথে জেগে ওঠে।
৩. অনিয়মিত ঋতুস্রাব কিংবা ঋতুস্রাব কোন একটা নির্দিষ্ট সময়ে না হওয়া, কিংবা ঋতুস্রাব হলে প্রচুর রক্তপাত হওয়া।
৪. যোনি থেকে ভারী কিংবা দুর্গন্ধযুক্ত পদার্থের নি:স্বরণ|
৫. বার বার পস্রাব হওয়া এবং পস্রাবে জ্বালা পোড়া করা।
৬. জ্বর, কখনও কখনও কাপুনি দিয়ে জ্বর আসা।
৭. বিতৃষন্নাবোধ এবং বমি হওয়া
কি করা উচিত
১. প্রথমে আপনার সমস্যা সংক্রান্ত পরীক্ষাগুলো করে নিন এবং
২. যে যে ওষুধ আপনাকে সেবন করতে বলা হবে সবগুলো যতদিন ধরে সেবন করা প্রয়োজন করুন, তাতে আপনার সমস্যা আগেই দূর হয়ে গেলেও ওষুধ সেবন করা ছাড়বেন না।
৩. সবগুলো লক্ষণ সেরে ওঠার আগ পর্যন্ত যৌন মিলন করবেন না।
৪. যথেষ্ট পরিমাণে শুয়ে বিশ্রাম গ্রহণ করুন।
৫. যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাথা কমাবার জন্যে ইবুপ্রোফেন সেবন করতে পারেন।
৬. যদি গনোরিয়া কিংবা ক্লামায়ডিয়ার কারণে আপনি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে নিশ্চিত করুন যাতে আপনার জীবনসঙ্গিরও চিকিৎসা হয়। অন্যথায়, সে হয়তো আপনাকে বা অন্যান্যদের আবার এই রোগে আক্রান্ত করবে।
কখন ডাক্তার দেখাবেন
১. যদি আপনার পিআইডি এর লক্ষণগুলো থাকে|
কীভাবে প্রতিরোধ করবেন
১. ধর্মীয় আচার মেনে চলুন ।
২. নিয়মিত মেডিকাল চেকআপ করুন|
৬. সংক্রামক ঘা বা ক্ষত সৃষ্টি থেকে রক্ষা পেতে কোন সার্জারি কিংবা গাইনেকোলোজিকাল চিকিৎসার পর অন্তত এক সপ্তাহের মধ্যে ডুশ নেবেন না কিংবা যৌন মিলন করবেন না।
১. প্রায়ই এই রোগের কোন লক্ষণ থাকে না|
তবে মাঝে মধ্যে এই রোগের ফলে:
১. যৌন মিলনের সময় ব্যথা হওয়া|
২. উদর বা তলপেটের নিচে মৃদু কিংবা তীব্র ব্যথা, কখনও কখনও পিঠে ব্যথাও একই সাথে জেগে ওঠে।
৩. অনিয়মিত ঋতুস্রাব কিংবা ঋতুস্রাব কোন একটা নির্দিষ্ট সময়ে না হওয়া, কিংবা ঋতুস্রাব হলে প্রচুর রক্তপাত হওয়া।
৪. যোনি থেকে ভারী কিংবা দুর্গন্ধযুক্ত পদার্থের নি:স্বরণ|
৫. বার বার পস্রাব হওয়া এবং পস্রাবে জ্বালা পোড়া করা।
৬. জ্বর, কখনও কখনও কাপুনি দিয়ে জ্বর আসা।
৭. বিতৃষন্নাবোধ এবং বমি হওয়া
কি করা উচিত
১. প্রথমে আপনার সমস্যা সংক্রান্ত পরীক্ষাগুলো করে নিন এবং
২. যে যে ওষুধ আপনাকে সেবন করতে বলা হবে সবগুলো যতদিন ধরে সেবন করা প্রয়োজন করুন, তাতে আপনার সমস্যা আগেই দূর হয়ে গেলেও ওষুধ সেবন করা ছাড়বেন না।
৩. সবগুলো লক্ষণ সেরে ওঠার আগ পর্যন্ত যৌন মিলন করবেন না।
৪. যথেষ্ট পরিমাণে শুয়ে বিশ্রাম গ্রহণ করুন।
৫. যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাথা কমাবার জন্যে ইবুপ্রোফেন সেবন করতে পারেন।
৬. যদি গনোরিয়া কিংবা ক্লামায়ডিয়ার কারণে আপনি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে নিশ্চিত করুন যাতে আপনার জীবনসঙ্গিরও চিকিৎসা হয়। অন্যথায়, সে হয়তো আপনাকে বা অন্যান্যদের আবার এই রোগে আক্রান্ত করবে।
কখন ডাক্তার দেখাবেন
১. যদি আপনার পিআইডি এর লক্ষণগুলো থাকে|
কীভাবে প্রতিরোধ করবেন
১. ধর্মীয় আচার মেনে চলুন ।
২. নিয়মিত মেডিকাল চেকআপ করুন|
৬. সংক্রামক ঘা বা ক্ষত সৃষ্টি থেকে রক্ষা পেতে কোন সার্জারি কিংবা গাইনেকোলোজিকাল চিকিৎসার পর অন্তত এক সপ্তাহের মধ্যে ডুশ নেবেন না কিংবা যৌন মিলন করবেন না।
Signs and Symptoms
1. Often the infection has no symptoms.
Sometimes it can cause:
1. Pain during intercourse.
2. Mild to severe aching in the lower abdomen, sometimes accompanied by backache.
3. Absent or irregular menstrual periods, or unusually heavy bleeding.
4. Heavy or foul-smelling discharge from the vagina.
5. Frequent urination accompanied by burning pain.
6. Fever, sometimes with chills.
7. Nausea and vomiting.
What to do now
1. Diagnose the problem and then
2. Take all of your medication, even if symptoms have disappeared.
3. Don’t have sex until all symptoms have disappeared.
4. Get plenty of bed rest.
5. If needed, take an over-the-counter pain reliever such as ibuprofen.
6. If gonorrhea or Chlamydia caused your infection, make sure your partner is treated. Otherwise, he may reinfect you or infect others.
When to call a doctor
1. If you have symptoms of PID.
How to prevent it
1. Practice safe sex .
2. Have regular medical checkups.
3. To prevent infection after surgery or minor gynecological procedures, don’t douche or have intercourse for a week.
0 comments:
Post a Comment